Best Happy Birthday Wishes in Bengali | শুভ জন্মদিন শুভেচ্ছা

Happy Birthday Wishes in Bengali :

Hello Friends, Today we have brought special happy birthday wishes messages for you in this post. When our special someone’s birthday comes, we feel very happy. So on this Hindi Web Quotes website we have brought a collection of Happy Birthday Messages in Bengali Text & Happy Birthday Status, SMS, Quotes, Messages & Shayari in Bengali language.

Click here : Happy Birthday Wishes, Quotes, Messages for Friends and Family in English

 

Birthday Wishes in Bangla | শুভ জন্মদিন শুভেচ্ছা

সুন্দর এই পৃথিবীতে সুন্দরতম জীবন হোক তোমার,
পূরণ হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা,
বেঁচে থাকো হাজার বছর ধরে।
শুভ জন্মদিন

Share: CopyCopied

 

মিষ্টি সোনা যেন ছোট্ট পড়ি,
জন্মদিনে বেশতো ভারী
সুন্দর কাটুক সারাটাদিন
মিষ্টি সোনার শুভ জন্মদিন।

Share: CopyCopied

 

আজকের দিনটা ভরে উঠুক ভালবাসা আর উৎসাহে,
আশা করছি সব প্রিয়জনেরা পাশেই আছে
জীবনে আরো উন্নতি, সৌভাগ্য
ঐশ্বর্য আসুক এই কামনাই করি।
শুভ জন্মদিন

Share: CopyCopied

 

Happy Birthday Status Bangla

অভিমানের মেঘ ভাসিয়ে দাও অনেক দুরে,
মন খারাপের দিনটা তোমার না আসুক ফিরে,
দুঃখগুলো দাও উড়িয়ে ওই আকাশের নীড়ে,
অসীম সুখ বয়ে আসুক তোমার জীবন জুড়ে।
শুভ জন্মদিন প্রিয়

Share: CopyCopied

 

শুভ শুভ শুভ দিন, আজ তোমার জন্মদিন
মুখে তোমার দীপ্ত হাসি, ফুল ফুটেছে রাশি রাশি
হাজার ফুলের মাঝে গোলাপ যেমন হাসে,
তেমনি করে বন্ধু তোমার,
জীবন যেন সুখের সাগরে ভাসে।

Share: CopyCopied

 

জন্মদিন আসে যায়, সবাই আরো এক বছর বড় হয়ে যায়,
উপহার গুলো খোলা হয় ফেলে দেয়া হয়,
আমি চাই আমার এই শুভেচ্ছা আজীবন রয়ে যাই।
শুভ জন্মদিন প্রিয়

Share: CopyCopied

 

Birthday Messages Bangla

এটি উদযাপনের আরেকটি বছর,
আনন্দের আরেকটি বছর এবং আনন্দের আরেকটি বছর।
আসন্ন বছর আপনাদের সকলের শুভ কামনা করছি।
শুভ জন্মদিন আমার প্রিয়

Share: CopyCopied

 

একজন মহান ব্যক্তির জন্মদিনের শুভেচ্ছা পাঠানো হচ্ছে,
আমি আশা করি আপনার দিনটি আনন্দ, সুখে পূর্ণ হোক,
মজা, এবং নতুন উপায়।
শুভ জন্মদিন

Share: CopyCopied

 

অন্য জন্মদিন দেখার জন্য বেঁচে থাকা ঠিক হওয়ার মতো
জীবনে সুযোগ দেওয়া হয়েছে
আপনি বিভিন্ন সুযোগ সুবিধা নিতে পারে
জীবন আপনাকে এক্সেল করতে এবং অসম্ভবকে সম্ভব করতে দিচ্ছে।
শুভ জন্মদিন

Share: CopyCopied

 

Birthday Wish Bangla

আল্লাহর আশীর্বাদে তোমার প্রতিটি দিন কাটুক
নতুন নতুন সুখের আতিশয্যে.
আর তোমার চারিপাশে ছড়িয়ে থাকুক
খুশির নানান আভাস।
শুভ জন্মদিন

Share: CopyCopied

 

নতুন সকাল, নতুন দিন
নতুন করে শুরু, যা হয় না যেন শেষ.
জন্মদিনের অনেক শুভেচ্ছার সাথে
পাঠালাম তোমায় এই এস এম এস।
শুভ জন্মদিন

Share: CopyCopied

 

যেদিন সূর্য উঠেনি, সেদিন ফুল ফোটেনি,
কারন জন্মদিন ছিল বলে
দিনটা ছিল তোমার,আমার
মাঝে লুকিয়ে আছে সেই দিনটির স্মৃতি,
যা প্রতি বছর সাড়া জাগায় আমার মনে।

Share: CopyCopied

 

Birthday Wishes and Prayers in Bangla

রাত পেরিয়ে আর একটা দিন, তাই তোমার জন্মদিন
প্রকৃতি সেজেছে নতুন সাজে,
ফুল ফুটেছে রাশি রাশি গাছে গাছে
দোয়েল ময়না টিয়া ডাকছে আপন সূরে।
জন্মদিনে শুভেচা জানাবে বলে

Share: CopyCopied

 

বিধাতার সুখের নিরে হোক তোমার বসবাস
স্বপ্ন গুলো সত্যি হয়ে কেটে যাক ১২ মাস
ইসছে গুলো ডানা মেলুক প্রজাপতির মতো
মুছে যাক তোমার জীবনের দুঃখ আছে যত।
হ্যাপি বার্থডে

Share: CopyCopied

 

শুভ শুভ শুভ দিন, আজ তোমার জন্মদিন
মুখে তোমার দীপ্ত হাসি, ফুল ফুটেছে রাশি রাশি,
হাজার ফুলের মাঝে গোলাপ যেমন হাসে,
তেমনি করে বন্ধু তোমার, জীবন যেন সুখের সাগরে ভাসে।

Share: CopyCopied

 

Special Birthday Wishes in Bangla

অতীত সম্পর্কে ভুলে যান, আপনি এটি পরিবর্তন করতে পারবেন না।
ভবিষ্যত সম্পর্কে ভুলে যান, আপনি এটি ভবিষ্যদ্বাণী করতে পারবেন না।
বর্তমানের কথা ভুলে যাও, আমি তোমাকে পাইনি।
শুভ জন্মদিন আমার প্রিয়

Share: CopyCopied

 

শুভ শুভ শুভ দিন
আজ তোমার জন্মদিন
মুখে তোমার দিপ্ত হাসি
ফুল ফুটেছে রাশি রাশি
হাজার ফুলের মাঝে
গোলাপ যেমন হাঁসে,
তেমন করে বন্ধু তোমার
জীবন যেন সুখের সাগরে ভাসে।
শুভ জন্মদিন

Share: CopyCopied

 

যেই দিন সূর্য উঠেনি, সেই দিন ফুল ফোটেনি,
কারন জন্মদিন ছিলো বলে
দিন টা ছিলো তোমার, আমার মাঝে লুকিয়ে আছে সেই দিন টির সৃতি।
যা প্রতি বছর সারা জাগায় আমার মনে।
হ্যাপি বার্থ ডে ডিয়ার

Share: CopyCopied

 

জীবন পরিবর্তনে পূর্ণ, তারা ইতিবাচক বা নেতিবাচক হতে পারে
আমি চাই আপনার জীবন ইতিবাচক পরিবর্তনে পূর্ণ হোক
আপনি শ্রেষ্ঠত্বের দিকে প্রচেষ্টা হিসাবে
আমি আপনাকে সবচেয়ে সুখী জন্মদিনের শুভেচ্ছা জানাই।

Share: CopyCopied

Read More :


Follow us On : Facebook | Instagram | Twitter | Telegram

Share this: